এতে বলা হয়, মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ১২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২.৬৫ শতাংশ।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ জন। পাশাপাশি মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭১০ জনে দাঁড়িয়েছে।