তবে থাইল্যান্ডে বিমানবন্দর কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়েই সাপগুলো নিয়ে বিমানে উঠতে পারলেও মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের কাছে ধরা পড়েন তিনি। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শুল্ক দফতর জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি ভারতীয় নাগরিক। বন্যপ্রাণী চোরাচালানের অভিযোগে মামলা হয়েছে তার বিরুদ্ধে।উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে রয়েছে— তিনটি অতি বিষধর ‘স্পাইডার-টেইল্ড হর্নড ভাইপার’ এবং ৪৪টি বিষধর ইন্দোনেশিয়ান পিট ভাইপার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ঘটনার নেপথ্যে আন্তর্জাতিক চোরাচালান চক্রের যোগাযোগ রয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।