বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো কেমব্রিজ ইংলিশের সার্টিফিকেট অ্যাওয়ার্ড সেরিমনি ২০২৫ অনুষ্ঠান। শনিবার (১৬ আগস্ট) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত কেমব্রিজ ইংলিশ ও এডুক্যান ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৮৮ জন শিক্ষার্থীকে কেমব্রিজ ইংলিশ কর্তৃক প্রদত্ত ইংরেজি ভাষা দক্ষতা অর্জনের আন্তর্জাতিক স্বীকৃত সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সামস ডিরেক্টর গ্যাম্বিয়া রেহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয় রেজিস্টার ড. ডেভিড ডাউলাস, ব্রিটিশ কাউন্সিল এডুকেশন অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড সায়মার রেজা, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেড ও শাহজালাল ইসলামী বিজনেসের চেয়ারম্যান সাইবার আহমেদ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশের কেমব্রিজ ইংলিশের পরীক্ষা কেন্দ্র এডুক্যান ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক শাহিন রেজা।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে শিক্ষার্থীদের ইংরেজি শেখার কোনো বিকল্প নেই। উচ্চশিক্ষা, গবেষণা, দেশে ও বিদেশে বিভিন্ন চাকরি সব ক্ষেত্রেই ইংরেজি একটি অপরিহার্য বিষয়। তিনি এডুক্যান এর কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণের আহবান জানান।বিশেষ অতিথির বক্তব্যে গ্যাম্বিয়া রেহমান বলেন, ব্রিটিশ কাউন্সিল বিশ্বব্যাপী ইংরেজি ভাষার প্রচারে ও প্রসারে কাজ করে আসছে। বাংলাদেশেও ইংরেজি শিক্ষা উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে তারা কাজ করে যাচ্ছে। তিনি এডুক্যানের এই উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিল তাদের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।ড. ডেভিড ডাউলাস বলেন, প্রযুক্তিগত উন্নয়নের কারণে ইংরেজি শিক্ষার গুরুত্ব উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।তিনি আশা প্রকাশ করেন এডুক্যান ও কেমব্রিজ ইংলিশ এর এই উদ্যোগ বাংলাদেশের শিক্ষার্থীদের ভবিষ্যতের উচ্চশিক্ষা এবং কর্মক্ষেত্রে সফলতা অর্জনে ভূমিকা রাখবে।অনুষ্ঠানে শাহিন রেজা বলেন, একবিংশ শতাব্দির গ্লোবাল সিটিজেন হিসেবে শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন অপরিহার্য। এডুক্যানের সহযোগিতায় শিক্ষার্থীরা যথাযথ ভাষাগত দক্ষতা ও একাডেমিক উৎকর্ষতা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে বলে বিশ্বাস করি।তিনি জানান, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এডুক্যান-এর সহযোগিতায় কেমব্রিজ ইংলিশ কারিকুলাম চালু হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ধাপে ধাপে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করছে।অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বব্যাপী ১৬০টিরও বেশি দেশে ২৮০০টি পরীক্ষা কেন্দ্র ও ৫০,০০০ প্রস্তুতিমূলক কেন্দ্রের মাধ্যমে কেমব্রিজ ইংলিশ প্রতিবছর লক্ষাধিক শিক্ষার্থীকে বিভিন্ন রকমের ভাষা দক্ষতা সনদ প্রদান করছে। এই সনদ বিশ্বব্যাপী ২৫,০০০-এরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও ইংরেজি ভাষার দক্ষতা স্বীকৃতির মানদণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে- যা শিক্ষার্থীদের জন্য একটি বড় অর্জন।অনুষ্ঠানে ৬৮৮ শিক্ষার্থীর হাতে কেমব্রিজ ইংলিশ-এর সনদ তুলে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন বিভাগে সেরা ১৫ জন শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।