চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ খেলার দুই দিন যেতেই ফের মাঠে নামতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ভিয়ারিয়ালের বিপক্ষে লিগের এই ম্যাচে জয় পেতে ঘাম ছুটে গেছে তাদের। ম্যাচের পর রিয়াল কোচ কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, তার দল আর কখনো ৭২ ঘণ্টার কম বিশ্রামে কোনো ম্যাচ খেলবে না।
এদিন কিলিয়ান এমবাপের নৈপুণ্যে ২-১ গোলের ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। শুরুতেই হুয়ান ফয়েথের গোলে পিছিয়ে যাওয়ার পর ছয় মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন এমবাপে। তাতে জয় মিললেও খেলোয়াড়দের শারীরিক অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আনচেলত্তি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমার মনে হয়, আজই শেষবারের মতো আমরা ৭২ ঘণ্টার কম বিরতির মধ্যে কোনো ম্যাচ খেললাম। এরপরে আর এমনটি হবে না। দলটি একেবারে ক্লান্ত, তবে এটি প্রত্যাশিত ছিল। এই বিজয় আমাদের স্কোয়াডের সামর্থ্যের কথা বলে।’
যদিও খেলোয়াড়দের ফিটনেসের কথা চিন্তা করে রিয়াল ম্যাচটি পেছানোর চেষ্টা করেছিল। লা লিগার সঙ্গে ম্যাচ সূচি নিয়ে যোগাযোগ করা হলেও এখনো কোনো উত্তর মেলেনি বলে জানান এই ইতালিয়ান কোচ।
বর্তমানে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা থেকে তিন পয়েন্ট এগিয়ে, যদিও এক ম্যাচ কম খেলেছে বার্সেলোনা।