২০২২ সালে এসে যেন নতুন জোয়ার আসে বুকওয়ার্মের কার্যক্রমে। ২০২২ থেকে ২০২৫— এই সময়ের মধ্যে তারা একের পর এক গুরুত্বপূর্ণ ও উদ্ভাবনীমূলক কাজ সম্পন্ন করে, যা বাংলা সাহিত্যের উন্নতিতে ভূমিকা রেখেছে একাধিক ধাপে। তাদের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে :
১. ‘বুকওয়ার্ম লেখকের গল্প’ সাক্ষাৎকার সিরিজ— যেখানে ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত তিনটি সিজনে মোট ১১০ জন লেখকের কথামালা তুলে ধরা হয়।
২. বার্ষিক লেখক সম্মাননা ও বর্ষপূর্তি অনুষ্ঠান— বিশেষ অবদানের জন্য লেখক ও সাহিত্যপ্রেমীদের সম্মাননা প্রদান।
৩. অমর একুশে বইমেলা কভারেজ— ঢাকা ও চট্টগ্রাম থেকে সরাসরি মেলাপ্রাঙ্গণ থেকে প্রতিবেদন ও আলোচনা।
৪. গল্পচ্ছলে বায়োগ্রাফি— নিজস্ব স্টাইলে জীবনীভিত্তিক গল্প তৈরির এক নতুন ধারা।
৫. বিশ্বমানের ভিডিও কনটেন্ট— রিলস, বুক রিভিউ, বই সামারি— সবই তাদের নিজস্ব প্রযোজনায়।
৬. ‘বইয়ের আলাপে লেখা’ সিরিজ— একটি নির্দিষ্ট বই ও লেখককে ঘিরে বিশ্লেষণধর্মী আলোচনা।
৭. সারা বছরব্যাপী বই রিভিউ, প্রমো ও বুক ফটোগ্রাফি— যা বইপ্রেমীদের কাছে বইয়ের সংবাদ পৌঁছে দেয়।
৮. দেড় লক্ষ পাঠকের পাঠকমণ্ডলী— যারা বুকওয়ার্মের পাশে থেকে সাহিত্যের জগতে ভূমিকা রাখছে।
৯. ভিন্ন ভাষার সাহিত্যের সামারি প্রস্তুত— জনপ্রিয় বিদেশি বইগুলোর বাংলায় সহজ উপস্থাপন।
১০. বই প্রমোশন ও বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা— সাহিত্যিক বইকে সঠিক পাঠকের হাতে পৌঁছে দেওয়া।
এই সব কাজের ব্যবস্থাপনা ও পরিচালনায় সহায়তা করে পাঁচটি কমিটি :
উপদেষ্টা প্যানেল, কেন্দ্রীয় নির্বাহী প্যানেল, স্বেচ্ছাসেবী প্যানেল, বিশ্ববিদ্যালয় ইউনিট, বিশ্ববিদ্যালয় অ্যাডভাইজরি প্যানেল
মূল কোর টিমের কিছু উল্লেখযোগ্য সদস্য :
প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা : নাহিদ বাদশা, সহপ্রতিষ্ঠাতা : রেহান জিহাদ, হাফিজুর রহমান মনি, ফাহাদ হৃদয়, চিফ অব কনটেন্ট : প্লাবন কুমার, কবি ও সংগঠক : এমদাদ হোসেন, উপস্থাপক ও বুক রিভিউয়ার : সাজিয়া মোরশেদ দিশা, ভিডিও এডিটর : নাইমুল ইসলাম, আর্টিস্ট ও সংগঠক : আজাদ হোসেন, চিফ ভিডিও এডিটর : প্রান্ত পাল, সংগঠক : সানজিদা সাফরিন। এ ছাড়াও রয়েছে আরো অনেক নিবেদিতপ্রাণ সদস্য।
শেষ কথা
বই আর ডিজিটাল মিডিয়ার এমন যুগলবন্দী প্রচেষ্টা আগে দেখা যায়নি। তাদের পথচলা অনুপ্রাণিত করেছে অনেককেই। সময়ের সঙ্গে সঙ্গে কাজের পরিধি যেমন বাড়ছে, তেমনি বাড়ছে দায়িত্বও। সেই দায়িত্ববোধ থেকেই বাংলাদেশের সাহিত্যকে আরো এগিয়ে নিয়ে যেতে চায় ‘বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন’— এটাই তাদের প্রত্যাশা।