ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মতানৈক্য রয়েছে। এ নিয়ে প্রতিষ্ঠান দুটি শিগগির আলোচনায় বসতে যাচ্ছে। বিদ্যুৎ বিভাগ সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে কয়লার সূচকের (কোল ইনডেক্স) গড় মূল্য হিসাব করে আদানি কয়লার দাম ধরে। এ পদ্ধতিতে কয়লার দাম বেশি হয় বলে দাবি পিডিবির। অথচ সংস্থাটি সমমানের অন্য কেন্দ্রের মতো যে দেশের কয়লা, সেখানকার দাম অনুসারে বিল পরিশোধ করে। এতে আদানির দাবিকৃত বিল আর পিডিবির পরিশোধ করা অর্থের মধ্যে একটা পার্থক্য থাকছে। এই বিরোধ নিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একাধিকবার চিঠি দেওয়া-নেওয়া এবং আলোচনা হয়েছে। তবে কোনো সমাধান হয়নি।
তবে পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম গতকাল শুক্রবার সন্ধ্যায় সমকালকে জানান, তাদের হিসাবে বকেয়ার পরিমাণ ৯০০ মিলিয়ন ডলার হবে না। তবে বর্তমান বকেয়ার নির্দিষ্ট পরিমাণ জানাতে পারেননি তিনি। চেয়ারম্যান বলেন, আদানি যেভাবে কয়লার দাম হিসাব করে তা নিয়ে আমাদের আপত্তি রয়েছে। যে দেশ থেকে কয়লা কেনা হয় সেখানকার দাম ধরে বিল পরিশোধ করি। কিন্তু আদানি আন্তর্জাতিক সূচক মূল্যের গড় ধরে কয়লার দাম হিসাব করে। ফলে কয়লার দামের পার্থক্য থেকে যায়। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আদানি চিঠি দিয়েছে। তাদের সঙ্গে দ্রুত বসব। এক বৈঠকে সমস্যার সমাধান হবে না হয়তো। তবে আমরা আলোচনা চালিয়ে যাব।
২০১৭ সালে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলায় ১ হাজার ৪৯৮ মেগাওয়াট সক্ষমতার একটি কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি করে সরকার। একই বছর আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। চুক্তি অনুযায়ী, এই কেন্দ্র থেকে ২৫ বছর বিদ্যুৎ কেনা হবে।