গত ২৫ আগস্ট রাজধানী জাকার্তায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। মঙ্গলবার একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, এই সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন, আর নিহত হয়েছেন অন্তত ৬ জন।সাধারণ জনগণ পার্লামেন্ট সদস্যদের অতিরিক্ত বেতন ও বাসভাতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে। স্থানীয় গণমাধ্যম জানায়, পার্লামেন্ট সদস্যরা প্রতি মাসে প্রায় ১০০ মিলিয়ন রুপিয়া (প্রায় ৬ হাজার ১৫০ মার্কিন ডলার) ভাতা পান, যা জাতীয় গড় আয়ের চেয়ে ৩০ গুণ বেশি।প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ও পুলিশপ্রধান তর মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করলেও, এই ঘটনা আন্দোলনকে আরো ছড়িয়ে গেছে ইন্দোনেশিয়ায় বিলাসবহুল সংসদ সদস্য ভাতা নিয়ে শুরু হওয়া আন্দোলন আরো সহিংস রূপ নিয়েছে।মানবাধিকার সংগঠন ‘কমিশন ফর দ্য ডিসিপেয়ার্ড এন্ড ভিকটিমস অব ভায়োলেন্স’ এক বিবৃতিতে জানায়, ‘১ সেপ্টেম্বর পর্যন্ত ২৩ জন নিখোঁজ হওয়ার রিপোর্ট পাওয়া গেছে। অনুসন্ধান ও যাচাইয়ের পর এখনও ২০ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।’ নিখোঁজদের অধিকাংশই জাভা দ্বীপের বান্দুং, দেপক, এবং বৃহত্তর জাকার্তার বিভিন্ন প্রশাসনিক অঞ্চল-এর বাসিন্দা।একটি ঘটনাস্থল ‘অজানা’ বলে জানানো হয়েছে। দেশটির জাতীয় পুলিশ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।রাজধানী জাকার্তায় ২৫ আগস্ট থেকে শুরু হওয়া বিক্ষোভে পুলিশ এখন পর্যন্ত ১ হাজার ২৪০ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ ইন্সপেক্টর জেনারেল আসেপ এদি সুহেরি। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশব্যাপী।প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো আইনপ্রণেতাদের ভাতা বিষয়ে পিছিয়ে যেতে বাধ্য হয়েছেন। তার ক্ষমতায় আসার পর এটি ছিল সবচেয়ে বড় ও সহিংস বিক্ষোভ।এদিকে গত সপ্তাহে এক তরুণ মোটরসাইকেল ডেলিভারি চালককে আধাসামরিক পুলিশের হাতে নিহত হতে দেখা যায় একটি ভিডিওতে, যা ইন্টারনেটে ভাইরাল হয়। এতে আন্দোলনের আগুন আরো জ্বলে ওঠে। সোমবার জাকার্তায় সংসদ ভবনের সামনে ফের জড়ো হয় শত শত মানুষ।রাজধানীজুড়ে সেনা মোতায়েন করা হয়। বান্দুং-এ বিক্ষোভকারীরা প্রাদেশিক পরিষদ ভবনে মলোটভ ককটেল নিক্ষেপ করলে, রাতভর পুলিশ ‘অরাজকতাবাদীদের’ লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোঁড়ে।পুলিশের দাবি, আন্দোলনকারীরা পশ্চিম জাভার বান্দুং ইসলামিক ইউনিভার্সিটির ভেতর পুলিশকে টেনে নিয়ে সংঘর্ষ বাধানোর চেষ্টা করে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে জানায়, তাদের শিক্ষার্থীরা কোনো সহিংসতায় জড়িত নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে, পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে। অন্যদিকে পুলিশ বলছে, ‘অভিযানের সময় পুলিশ ক্যাম্পাস থেকে প্রায় ২০০ মিটার দূরে অবস্থান করেছিল এবং ক্যাম্পাসের দিকে কোনো গুলি চালানো হয়নি।’সোমবার জাতিসংঘ মানবাধিকার দপ্তর এক বিবৃতিতে বলে, ‘আমরা ইন্দোনেশিয়ায় সংসদ সদস্যদের ভাতা, ব্যয় সংকোচ নীতি ও নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে দেশব্যাপী চলমান বিক্ষোভে সহিংসতার ঘটনাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’ সংস্থাটি অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।এদিকে আন্দোলনের কারণে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় টিকটক শনিবার থেকে তাদের ‘লাইভ স্ট্রিমিং’ ফিচার সাময়িকভাবে বন্ধ করেছে। টিকটক দেশটির ১০ কোটির বেশি ব্যবহারকারীকে প্রভাবিত করেছে। তবে ইন্দোনেশিয়ার এই বিক্ষোভ এখন আর কেবল সংসদ সদস্যদের ভাতা নিয়ে নয়, বরং এটি পুলিশের দমননীতির বিরুদ্ধে, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা, স্বৈরতান্ত্রিক প্রবণতা ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে একটি বিস্তৃত আন্দোলনে রূপ নিচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা ও সহিংসতার মাত্রা উদ্বেগজনক।
এ ক্যাটাগরির আরো নিউজ..