নেত্রকোনার আটপাড়ায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ শিশুটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তের নাম অন্তর মিয়া (২১)।তিনি নারাচাল গ্রামের রোকন মিয়ার ছেলে। পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত অন্তর মিয়া গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে হঠাৎ ওই শিশুটির ঘরে ঢোকেন। খালি ঘর পেয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান অন্তর।পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা শিশুটিকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিশুটির প্রাথমিক চিকিৎসা শেষে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে যাই। ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গে কথা বলেছি।অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।’
এ ক্যাটাগরির আরো নিউজ..