নীরবতা অনেক সময় সোনার চেয়েও দামি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের বক্তব্য দেওয়ার সময় তার নীরব থাকা নিয়ে তিনি এ মন্তব্য করেন। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রেস সচিব বলেন, ‘গতকাল বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস যখন ১৯৭৪ সালের দুর্ভিক্ষ নিয়ে কথা বলছিলেন, তিনি আবেগে তার গলা ধরে আসা থামাতে পারেননি। প্রায় এক মিনিট তিনি মঞ্চে নীরব দাঁড়িয়ে ছিলেন, তার ভাবনা ও কথা গুছিয়ে নিতে তিনি সময় নিচ্ছিলেন।