অবশেষে অপেক্ষাটা ফুরাল রিশাদ হোসেনের। প্রথমবারের মতো আজ কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হলো বাংলাদেশি অলরাউন্ডারের। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ তার অভিষেক হয়েছে। লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচে না পেলেও দ্বিতীয় ম্যাচের একাদশে সুযোগ পেয়েছেন রিশাদ।