গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল যারা নিহত হয়েছেন, তাদের অধিকাংশিই গাজার প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা।এ ছাড়া ইসরায়েলি বাহিনী গাজার মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়েছে।২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি দখলদার বাহিনী। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫১ হাজার।