খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে মশাল মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটক সংলগ্ন কুয়েট উড পাদদেশে এসে শেষ হয়। সেখান থেকে মশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে প্রেস ব্রিফিং করা হয়।
শিক্ষার্থীদের পক্ষে প্রেস ব্রিফিং করেন বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের শিক্ষার্থী রাহাতুল ইসলাম, ১৯ ব্যাচের শিক্ষার্থী শেখ জাহিদ ও গালিব রাহাত। প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করে তারা বলেন, ‘আমরা জানতে পেরেছি ১৮ এপ্রিল ভিসি পরিষদের মিটিং আছে। আমরা সকল ইউনিভার্সিটির সম্মানিত ভিসি মহাদয়দের মিটিং বর্জন করার অনুরোধ করছি। যেই ভিসির হাতে আমাদের রক্ত লেগে আছে, যেই ভিসি আমাদের নিরাপত্তা দিতে পারেনি, যেই ভিসির তত্ত্বাবধানে মামলা ও বহিষ্কার করা হয়েছে, সেই ভিসির অধীনে যে কোনো ধরনের মিটিংয়ে যাওয়া আমাদের সাধারণ শিক্ষার্থীদের রক্তের ওপর পাড়া দিয়ে যাওয়ার শামিল।’তারা আরো বলেন, ‘আমাদের কতিপয় শিক্ষক আমাদের বিরুদ্ধে কর্মচারী-কর্মকর্তাদের সাথে মানববন্ধনে দাঁড়িয়েছেন।