শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি নেতা মেজবাহ উদ্দিন কাজলের শোকসভায় এ মন্তব্য করেন তিনি।আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘বিএনপি ক্ষমতার পাগল নয়।আমরা ক্ষমতায় যেতে চাই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। ধর্ম ব্যবসায়ীরা কথায় কথায় বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অপপ্রচার চালাচ্ছে। দেশে আইনের শাসন নেই। রাজনীতিবিদদের হাতে ক্ষমতা ফিরলে তৃণমূল পর্যায়ে অপরাধ ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব হবে।রায়পুরা উপজেলার একটি ইউনিয়নে সাম্প্রতিক হত্যাকাণ্ড ও অপরাধের উদাহরণই তার প্রমাণ। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দ্রুত নিবার্চন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান তিনি।এ সময় মরজাল ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক প্রধানের সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন- রায়পুরা উপজেলা বিএনপির সভাপতি হযরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ সহযোগী সংগঠনের নেতারা।