পূর্বাচল প্লট মালিকদের সমন্বয়ে গঠিত পূর্বাচল সোসাইটির প্রথম সভা শনিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল ১০ টায় পূর্বাচল ক্লাবে অনুষ্ঠিতব্য এ সভায় উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, সড়ক বিভাগের সচিব, নির্বাচন কমিশনার, রাজউক চেয়ারম্যান, ডেসকো চেয়ারম্যান; রাজউকের সদস্য (উন্নয়ন), পূর্বাচল নতুন শহরের প্রকল্প পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ ।বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, পূর্বাচল সোসাইটির মূখ্য-সংগঠক ও সাবেক সচিব ড. এ ওয়াই এম একরামুল হক।