সাতক্ষীরা-খুলনা মহাসড়কের খর্ণিয়া ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার রানাই গ্রামের কামরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম জাহি (২২) এবং একই গ্রামের আকবর হাওলাদারের ছেলে মো. আমান হাওলাদার (২৫) মোটরসাইকেলে চুকনগরের দিকে যাচ্ছিলেন।পথিমধ্যে খর্ণিয়া ব্রিজ এলাকায় একটি অজ্ঞাত ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।ধাক্কায় দু’জনই রাস্তায় ছিটকে পড়ে যান। এতে আমানের মাথা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং মস্তিষ্কের কিছু অংশ বেরিয়ে আসে। জাহিদুলও গুরুতর আহত হন। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্যখুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) পাঠানো হয়। খুমেক হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মো. আমান হাওলাদারকে মৃত ঘোষণা করেন। পরে আমানের মৃতদেহ খুমেক হাসপাতালের মর্গে রাখা হয় এবং আহত জাহিদকে হাসপাতালে ভর্তি রাখা হয়।ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা বলেন, ‘শনিবার (২৬ এপ্রিল) ময়নাতদন্ত শেষে আমান হাওলাদারের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..