২০২৪-২৫ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়ে গেছে। আর অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের উদ্দেশ্যে ২০ লাখের বেশি করদাতা রেজিস্ট্রেশন করেছেন। বুধবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ১৬ লাখ অতিক্রম করেছে।একই সঙ্গে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশনের সংখ্যা ২০ লাখ অতিক্রম করেছে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকারী করদাতাদের ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আয়কর দিবসের পরেও ই-রিটার্ন দাখিলের সেবাটি চালু রাখা হয়েছে। সেই সঙ্গে রিটার্ন দাখিলের পর করদাতা রিটার্নে কোনো ভুল করলে ঘরে বসেই সহজে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে পারছেন।এখন পর্যন্ত সাত হাজার ২২৫ জন করদাতা অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করেছেন।নবিআর জানায়, www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে ব্যক্তি শ্রেণির করদাতারা সহজে ও দ্রুত তাঁদের রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন। একই সঙ্গে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ ও সমন্বয়ের সুবিধা পাচ্ছেন। এ বিষয়ে কল সেন্টার ও ই-মেইলের মাধ্যমে সার্বক্ষণিক সহযোগিতা দেওয়া হচ্ছে।ই-রিটার্ন সিস্টেম আরো সহজ, সমৃদ্ধ ও করদাতাবান্ধব করার প্রক্রিয়া চলমান বলে জানানো হয়েছে।