তিনি বলেন, ‘আগামী শুক্রবার (১৬ মে) বিকেল ৩টায় গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে একটি বড় প্রগ্রামের মধ্য দিয়ে জাতীয় যুবশক্তি বড় আকারে বাংলাদেশের মানুষের সামনে হাজির হবে।’তিনি আরো বলেন, ‘গণ-অভ্যুত্থানে তরুণদের বড় একটা অংশগ্রহণ ছিল। আমরা দল ঘোষণা পর তরুণদের ঐক্যবদ্ধ করার জন্য কাজ শুরু করি। আমরা ৬৪ জেলার প্রত্যেকটি জায়গার মানুষের সঙ্গে কথা বলেছি।ফিল্ডে গিয়েছি, ডাটা সার্ভে করেছি। বাংলাদেশকে একটি জায়গা নিয়ে যাওয়ার জন্য নতুন যুব সংগঠন কিভাবে আত্মপ্রকাশ করতে পারি, সে বিষয়ে গত দুই মাস পরিশ্রম করার পর আমরা একটি পর্যায়ে এসেছি।’এনসিপির এ নেতা বলেন, ‘বাংলাদেশের সামনের যে সুযোগ এসেছে, এটা প্রতিটি দেশের ক্ষেত্রে ১০০ বছর, ২০০ বছর পরে আসে। তরুণদের ঐক্যবদ্ধ করে বাংলাদেশের ভাগ্যের চাকা ঘোরাতে চাইলে এই ফোর্স ছাড়া আমাদের উপায় নেই।এই ফোর্সকে কাজে লাগানোর জন্য আমাদেরকে অর্গানাইজ করতে হবে। ঐক্যবদ্ধ জায়গায় কাজ করতে হবে।’নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশকে নতুন একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তরুণদের ফোর্স প্রয়োজন। আশা করি, জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি বাংলাদেশকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে।’