ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশইনের চেষ্টার সময় ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (২২ মে) ভোরে এ ঘটনা ঘটে।এক প্রেস রিলিজের মাধ্যমে প্রাথমিকভাবে এ তথ্য জানিয়েছে বিজিবি। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় এই ঘটনা ঘটে।আটকদের মধ্যে ২ জন মহিলা এবং ২ জন পুরুষ রয়েছেন।
৪২ বিজিবি সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরুচুনা সীমান্তে ২ জন নারীকে বাংলাদেশে পুশইনের সময় আটক করে বিজিবি। একই রাতে, দিনাজপুর জেলার বিরল উপজেলার রামচন্দ্রপুর সীমান্তে আরো ২ জন পুরুষকে পুশইন চেষ্টার সময় বিজিবি সদস্যরা আটক করেন। আটকদের পরিচয় এবং বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।বিজিবি জানায়, আটকদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..