চাঁদপুরের হাইমচরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতিতে নিঃস্ব হয়েছেন ব্যবসায়ীরা। তবে আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে ফায়ার সার্ভিসের অবহেলা ছিল বলে অভিযোগ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা।আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইব্রাহিম জানান, সোমবার (৩ মার্চ) রাত ১২টার পর কেভিএন উচ্চ বিদ্যালয়ের পাশের বাজারের পশ্চিম মাথায় একটি দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়।এ সময় আমরা হাইমচরে
ফায়ার সার্ভিসকে মুঠোফোনে কল দিলে তারা এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে। ততক্ষণে ৪টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার পর তাদের মেশিন কাজ না করায় আগুন নেভাতে দেরি হলে সবকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।মেহেরপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় ভল্ট কেটে চুরি তিনি আরো জানান, পরবর্তীতে পাশের উপজেলা ফরিদগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এসে পুড়ে যাওয়া ছাইয়ের আগুন নেভায়।সঠিক সময়ে ফায়ার সার্ভিস পানি দিতে পারলে এত ক্ষয়ক্ষতি হত না। তাদের গাফলতিতে আমরা নিঃস্ব হয়ে গেলাম।ওষধের দোকানের মালিক কাজী নজরুল ইসলাম রুবেল বলেন, ‘আমরা রাতে তারাবি পড়ে ঘুমিয়ে যাই। হঠাৎ আমার কাছে খবর আসে আমার দোকানসহ সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে।এসে দেখি আমার দোকানে থাকা ওষুধ ও ৩টি শালিসির জমানো টাকা পুড়ে শেষ।’