খবর বিবিসি ও আল জাজিরার।ব্রিটিশ চিকিৎসক গ্রাহাম গ্রুম জানিয়েছেন, ওই নারী চিকিৎসকের ১১ বছর বয়সী আহত সন্তানের অস্ত্রোপচার করেছেন তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, খান ইউনিসে ধ্বংসস্তূপ থেকে ছোট ছোট পোড়া মরদেহ বের করা হচ্ছে।গতকাল এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা গাজার শতাধিক স্থাপনায় হামলা করেছে।এতে গতকাল দুপুর পর্যন্ত ৭৪ জন নিহত হয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ডাক্তার মুনির আলবোরস জানিয়েছেন, ওই নারী চিকিৎসককে তার স্বামী কর্মক্ষেত্রে দিয়ে আসার পর তাদের বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল।চিকিৎসক গ্রুম জানিয়েছেন, ওই নারীর স্বামীও চিকিৎসক ছিলেন। তিনি হামাস বা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন।সামাজিক মাধ্যমে তিনি লেখালেখিও করতেন না।