পেহেলগাম হামলা ও ভারত-পাক উত্তেজনার সময় সিনেমাটি নিয়ে তৈরি হয় বিতর্ক। প্রাথমিকভাবে এটি সরাসরি ওটিটিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও, এই সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাডক ফিল্মসের বিরুদ্ধে মামলা করে পিভিআর, ক্ষতিপূরণ হিসাবে চাওয়া হয় ৬০ কোটি টাকা। কারণ, চুক্তি অনুযায়ী প্রেক্ষাগৃহেই ছবির মুক্তির কথা ছিল। আইনি জট কাটিয়ে অবশেষে মুক্তি পেল ‘ভুল চুক মাফ’।পিভিআরের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ঠিক হয়েছে, বড়পর্দায় মুক্তির অন্তত এক মাস পরে সিনেমাটি আসবে ওটিটিতে। এদিকে মুক্তির প্রথম দিন এটি ৭ কোটি টাকা আয় করেছে। সিনেমাটির প্রত্যাশা অনুযায়ী এ আয়কে পজিটিভ হিসেবেই দেখছেন নির্মাতারা। দ্বিতীয় দিন আয় তুলে নিয়েছে সাড়ে নয় কোটি টাকা।যার ফলে দুই দিনে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ১৬.৫ কোটি টাকা।বক্স অফিসে কিছুটা ভালো শুরুর পাশাপাশি এটি দর্শকদের কাছেও বেশ পজিটিভ সাড়া পাচ্ছে। আইএমডিবিতে সিনেমাটি পেয়েছে ৮.২ রেটিং। অর্থাৎ ছবিটি দর্শক পছন্দ করেছেন এবং এর ফলে দর্শকের মুখের প্রচারের সুবিধা পাবে এটি। চুক্তি অনুযায়ী, বড়পর্দায় মুক্তির অন্তত ১ মাস পরে ওটিটিতে আসবে এটি।‘ভুল চুক মাফ’-এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও এবং প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র, রঘুবীর যাদব, সীমা পাহওয়া এবং জাকির হুসেন।