ময়মনসিংহের হালুয়াঘাটে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৫ নম্বর গাজিরভিটা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে গ্রেপ্তার চেয়ারম্যানকে আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার ভোররাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ জানায়, গত ৩১ জানুয়ারি রাতে দর্শাপাড় ব্রিজ এলাকায় আসামি সংঘবদ্ধ হয়ে রাজনৈতিক দলের স্লোগানসহ নিষিদ্ধ সংগঠনের সদস্যদের নিয়ে জননিরাপত্তা বিপন্ন করতে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন।রাষ্ট্রের সম্পত্তি ক্ষতি সাধনের প্রচেষ্টায় লিপ্ত থেকে সন্ত্রাসী কার্যক্রম ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রচার ও অর্থ সরবরাহ করায় লিপ্ত ছিলেন তিনি।এ ঘটনায় চলতি মাসের ১ ফেব্রুয়ারি হালুয়াঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। সেই মামলায়
আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।এর আগে গত রবিবার (২ মার্চ) উপজেলা পরিষদ গেটের সামনে গাজিরভিটা ইউনিয়নবাসীর উদ্যোগে চেয়ারম্যান আব্দুল মান্নানের নানা অপকর্মের কথা তুলে ধরে মানববন্ধন করা হয়।মানববন্ধনে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।