ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া থানার বিভিন্ন এলাকা থেকে হারানো ও চুরি হওয়া ৪০টি অ্যানড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) সকালে ভুক্তভোগীদের কাছে মোবাইল তুলে দেন হালুয়াঘাট সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার সাগর সরকার। গত ২০ দিনে অভিযান পরিচালনা করে মোবাইলগুলো চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনের মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।সাটার কেটে মিষ্টির দোকানে চুরি মোবাইল ফোন ফেরত পেয়ে উপজেলার ঘোঁষবেড় এলাকার জাকিয়া সুলতানা বলেন, ‘আমার মোবাইল ফোনটি কয়েক বছর আগে ঘর থেকে হারিয়ে গেলে আমি থানায় জিডি করি। ভেবেছিলাম জিডি পর্যন্তই শেষ। ফোনটি ফিরে পাব আশা করিনি। কিন্তু হঠাৎ সার্কেল কার্যালয় থেকে আমাকে ফোন
দিয়ে জানায় যে আমার হারানো মোবাইলটি তারা উদ্ধার করেছে। আজ হারানো মোবাইলটি হাতে পেয়েছি। খুব ভালো লাগছে। পুলিশের এই অবদানকে ধন্যবাদ জানাতে হয়।’হালুয়াঘাট সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার সাগর সরকার বলেন, ‘হালুয়াঘাট-ধোবাউড়া থানায় বিভিন্ন সময় মোবাইল হারানোর জিডি হয়।জিডি নিয়ে নিয়মিত কাজ করে পুলিশের একটি চৌকস টিম। সেই জিডিগুলোর প্রেক্ষিতে আমরা হারানো অথবা চুরি যাওয়া মোবাইলগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছি।