রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য-সামগ্রীর মূল্য সহনীয় পর্যায়ে রাখতে লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকায় বাজার পর্যবেক্ষণ করা হয়েছে। এসময় ২৬টি মামলায় ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।রোজা রাখতে অক্ষম ব্যক্তিদের বিধানউপজেলা প্রশাসন সূত্র জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্য-সামগ্রীর মূল্য সহনীয়, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে অভিযান চালানো হয়।উপজেলা পরিষদ সড়ক, প্রধান সড়ক ও মধ্য বাজারে পরিচালিত অভিযানে সেনাবাহিনী,
পুলিশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নায়িকা থেকে এখন সরকারি শীর্ষ কর্মকর্তা তিনিইউএনও মো. ইমরান খান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, যানজট নিয়ন্ত্রণ ও ফুটপাত পরিদর্শন করা হয়। এসময় দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়কসহ চারটি আইনে ২৬টি মামলায় ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।