কুমিল্লার বুড়িচং উপজেলার গোমতীর নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও যৌথবাহিনী। এ সময় মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ছোট-বড় ৬টি ডাম্পট্রাক ও একটি ট্রাক্টর জব্দ করা হয়। বুধবার মধ্যরাতে উপজেলার পালপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।এতে বলা হয়, কুমিল্লার বুড়িচং অংশে গোমতী নদীর মাটি কেটে নিয়ে যাচ্ছে একাধিক সিন্ডিকেট। প্রতিদিন সন্ধ্যা ঘনিয়ে আসার পর ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত চলে মাটিখেকোদের মহোৎসব। কর্তৃপক্ষের যথাযথ তদারকি না থাকায় একদিকে সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব, অন্যদিকে মাটি কাটার ফলে হুমকির মুখে পড়ছে গোমতী বাঁধ। নষ্ট হচ্ছে হাজার হাজার একর কৃষিজমি।