উৎসব ও থ্রিলারের দিনারপরীক্ষিত অভিনেতা ইন্তেখাব দিনার। আগে ছোট পর্দাতেই ছিল তাঁর ব্যস্ততা। এখন নিয়মিত হাজির হচ্ছেন বড় পর্দায়ও। রোজার ঈদের সফল ছবি ‘বরবাদ’-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। কোরবানির ঈদেও থাকবেন বড় পর্দায়। তবে এবার মারকাট অ্যাকশনে নয়, পারিবারিক গল্পের ‘উৎসব’-এ। তানিম নূরের এই ছবিতে তাঁর সহশিল্পী একঝাঁক তারকা। ছবির বিষয়বস্তুতে নিজের শৈশবের আনন্দ খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন দিনার। দর্শকের মাঝেও সেই আনন্দ ছড়িয়ে যাবে, তাঁর প্রত্যাশা। ছোট পর্দা অর্থাৎ দীপ্ত প্লেতে মুক্তি পাবে মাহমুদুর রহমান হিমির থ্রিলার সিরিজ ‘হাইড এন সিক’। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিনার। সঙ্গে রয়েছেন তানজিন তিশা, দীঘি, রোশান প্রমুখ।
সর্দারবাড়ি থেকে লুকোচুরির গল্পচলচ্চিত্রের নিয়মিত মুখ জিয়াউল রোশান। ঈদে মুক্তি পাবে তাঁর অভিনীত ‘সর্দারবাড়ির খেলা’। রাখাল সবুজের ছবিটি সরকারি অনুদানে নির্মিত। এতে রোশানের সঙ্গে আছেন শবনম বুবলী। এরই মধ্যে ছবির সব কাজ সম্পন্ন হয়েছে, মিলেছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রও। ছবির পোস্টারেও দেখা মিলেছে নায়ক-নায়িকার। এই সর্দারবাড়ির খেলা পেরিয়ে রোশানকে দেখা যাবে এক লুকোচুরির গল্পে। মাহমুদুর রহমান হিমির ওয়েব ছবি ‘হাইড এন সিক’-এ অভিনয় করেছেন তিনি। ঈদে ছবিটি আসবে দীপ্ত প্লেতে। এতে রোশানের সঙ্গে আছেন তানজিন তিশা, প্রার্থনা ফারদিন দীঘি, ইন্তেখাব দিনার প্রমুখ।