মুখে এখনো কৈশোরের ছাপ। তবে পারফরম্যান্সে ঠিকই ইউরোপের বড় ক্লাবগুলোর কাছে ‘পাখির চোখ’ ছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ছিলেন বলার কারণ আজ যে নতুন ঠিকানা পেয়েছেন আর্জেন্টিনার বিস্ময়বালক।
রিভার প্লেটের হয়ে ইতিহাস গড়া মাস্তানতুয়োনোকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ।১৭ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে ৬ বছরের চুক্তি করেছে লস ব্ল্যাঙ্কোসরা। আজ এক বিবৃতি দিয়ে বিষয়টা নিশ্চিত করেছে স্পেনের ক্লাবটি। আগামী আগষ্টে ১৮ বছর পূর্ণ হলেই রিয়ালের নতুন কোচ জাবি আলানসোর ক্যাম্পে যোগ দেবেন তিনি।তবে কত টাকার চুক্তি হয়েছে সেই অঙ্ক জানায়নি রিয়াল।লস ব্ল্যাঙ্কোসরা না জানালেও মাস্তানতুয়োনোর সাবেক ক্লাব ঠিকই জানিয়েছে। আর্জেন্টিনার ক্লাব তাদের বিবৃতিতে জানিয়েছে, ৬ কোটি ৩২ লাখ ইউরো। এতে ইতিহাস গড়েছেন উদীয়মান এই মিডফিল্ডার। আর্জেন্টিনা থেকে দলবদল করা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে দামি তিনি।তার আগে এই রেকর্ডটি ছিল এনজো ফার্নান্দেজের। রিভার প্লেট থেকেই ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার ইউরোতে বেনফিকায় নাম লিখিয়েছিলেন বর্তমানে চেলসি খেলা এই মিডফিল্ডার।২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রিভার প্লেটের বয়সভিত্তিক দলে খেলা মাস্তানতুয়োনো গত বছরই মূল দলেও খেলেন। এ বছর ক্লাবটির হয়ে সবচেয়ে কম বয়সী গোলদাতা হিসেবে ইতিহাসে নাম লেখান তিনি। গত ৬ জুন চিলির বিপক্ষে আর্জেন্টিনার জাতীয় দলেও অভিষেক হয় তার।এতে ১৭ বছর ৯ মাস ২২ দিন বয়সে প্রথম ম্যাচ খেলে আলবিসেলেস্তাদের সর্বকণিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন তিনি। রিভার প্লেটের হয়ে সবমিলিয়ে ৬১ ম্যাচ খেলে ১০ গোল করেছেন মাস্তানতুয়োনো।