ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, মাদকসহ বিভিন্ন নিষিদ্ধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত ৯টা থেকে ২টা পর্যন্ত বোয়ালমারী সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে পৌর সদরের ওয়াপদা মোড়ে কাজী হারুন শপিং কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাজী হারুন শপিং কমপ্লেক্সে অভিযান চালায় সেনাবাহিনী ও স্থানীয় থানা পুলিশ। অভিযানে ভবনটির তৃতীয় তলার পুলক্লাবের একটি গোপন লকার থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি ওয়াকিটকি সেট ও একটি ট্যাক্টিকাল দুরবিনসহ নানা ধরনের সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে একই ভবনের ছয়তলায় ভবন মালিকের ছেলে কাজী আব্দুল্লাহ আল রশিদের একটি কক্ষ থেকে একটি এয়ারগান ও গাঁজা উদ্ধার করা হয়। তবে তাকে আটক করা না গেলেও জিজ্ঞাসাবাদের জন্য তার দুই কর্মচারী আকিদুল ইসলাম এবং ভবনের তিনতলায় অবস্থিত রেস্টুরেন্টের ম্যানেজার কাজী মুশফিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।