নেত্রকোনার দুর্গাপুরে মো. জয়নাল মিয়া (৬৫) নামে এক ফার্মের কর্মচারীকে (পাহারাদার) ঘরের খুটির সঙ্গে বেঁধে হত্যা করে সাতটি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া চৌরাস্তা নামক এলাকার মাহবুবুল হকের ফার্মে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল মিয়া উপজেলার একই ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা ও গত দুই মাসের বেশি সময় ধরে এই ফার্মে কাজ করছিলেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম ও দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া। রংপুরে ২ দিনে ২৬ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল মিয়া ওই ফার্মে পাহারাদার হিসেবে কাজ করতেন। সে ছাড়া আরো দুইজন কর্মচারী এখানে কাজ করেন। গতকাল রাত দশটার দিকে হেলাল নামের একজন পাহারাদার দিনের ডিউটি শেষ করে জয়নালকে রাতের ডিউটি বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যান।
পরে আজ সকালে হেলাল আবারও ডিউটিতে ফিরে জয়নালের খোঁজ করলে একপর্যায়ে গরুর খড়ের ঘরের পালার সঙ্গে বাঁধা মৃত জয়নালকে দেখতে পান। পরে তিনি ফার্মের মালিকসহ সবাই জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টে তলবফার্মের মালিক মাহবুবুল হক জানান, ১১টির গরুর মধ্যে ৭টি গরু নিয়ে গেছে এবং কর্মচারী জয়নালকে মেরে ফেলেছে। কারা করেছে এমন ঘটনা বুঝতে পারছেন না তিনি। নিহত জয়নাল মিয়ার ছেলে জালাল উদ্দিন বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরেই এই মালিকের ফার্মে কাজ করছেন। সকালে এখান থেকে আমাদেরকে ফোন দিয়ে জানানো হয়, আমার বাবাকে মেরে ফেলেছে। এ খবর শুনে আসি আমরা, এইটুকুই জানি।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম বলেন, ‘সর্বশেষ গতকাল রাত দশটায় যখন বদলি পাহারাদার এখানে আসেন তখন জয়নালকে কাজ বুঝিয়ে দেন। পরবর্তীতে ওই পাহারাদার আবার সকালে কাজে এসে দেখতে পান গরু রাখার ঘরের দরজা খোলা ও সাতটি গরু নাই। পরবর্তীতে সে জয়নালের খোঁজ করলে কোথাও না পেয়ে একপর্যায়ে খড়ের ঘরে মুখ বাঁধা মৃত অবস্থায় পায়। যে দেশে ৯৬ বছরে জন্মায়নি একটিও শিশু তিনি আরো বলেন, ‘ধারণা করা হচ্ছে গত রাত দশটার পর যে কোনো সময়ে এ ঘটনা ঘটেছে ও শ্বাসরোধ করে তাকে মারা হয়েছে। এ ঘটনার তদন্ত ও রহস্য উদঘাটনের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..