গণঅভুত্থানের পর দেশে বিভিন্ন সময় বিভিন্ন পক্ষের মধ্যে পারস্পারিক মতবিরোধ ও দ্বন্দ্ব লক্ষ্য করা গেছে। এবার এ বিষয়ে ক্ষোভ ঝাড়লেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে উপদেষ্টা বলেন, ‘জুলাইয়ে যখন হাসিনার খুনী বাহিনির বিরুদ্ধে লড়াই করছিলেন তখন কি পাশের জন ছেলে না মেয়ে, দাঁড়িওয়ালা না দাঁড়ি ছাড়া, হিজাব না জিন্স, বিএনপি না জামায়াত- এই খোঁজ নিয়েছিলেন কেউ?’ তিনি বলেন, ‘বাংলাদেশে জুলাই এসেছিল বহু মত, বহু পথ, বহু স্বভাব, বহু পোষাকের দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যই। এখানে মোরাল পুলিশিংয়ের
দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। মাদক উদ্ধারে গিয়ে ডাকাত সন্দেহে পুলিশ কর্মকর্তা আটক, অতঃপর. দাঁড়ি-টুপি-বোরখাকে যখন স্টিগমাটাইজ করা হয়েছিলো তখন প্রতিবাদ করেছিলো বাংলাদেশ। আজ উল্টো দিকে যখন স্টিগমাটাইজ করা হচ্ছে তখনও বাংলাদেশকে প্রতিবাদ করতে দেখে আশাবাদী হই। তিনি আরো বলেন, ‘সকল প্রকার মিসোজিনিকে সোজা বাংলায় “না”! আগেও না, আজকেও না, ভবিষ্যতেও না। ধন্যবাদ। পোস্টে তিনি আরো সংযুক্ত করেন, ‘হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখিয়ে ক্ষমতা আঁকড়ে ছিলো, সেই বাচ্চা উৎপাদন করে তার উপকার কারা করছেন?’