বছরদুয়েক ধরে হঠাৎ করেই চাউর হয় ঐশ্বরিয়া রায়ের সঙ্গে বিচ্ছেদ হতে যাচ্ছে অভিষেক বচ্চনের। এরপর সেই ভাঙনের সুরে তৃতীয় ব্যক্তি হিসেবে নাম আসে অভিনেত্রী নিমরত কৌরের। অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ জল্পনা এবং অভিষেক-নিমরতের প্রেমের গুঞ্জন সয়লাব ছিল সোশ্যাল মিডিয়া থেকে ভারতীয় গণমাধ্যম।
বছরতিনেক আগে, ২০২২ সালে ‘দসভি’ ছবিতে অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন নিমরত কৌর।সেই সময় অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্যজীবনের ১৫ বছর। এ কথা শুনে খানিক অবাক হয়েছিলেন নিমরত। এক সাক্ষাৎকারে অবাক নিমরত অভিষেককে বলেছিলেন, ‘১৫ বছর!’ এর জবাবে অভিষেক মন্তব্য করেন, ‘হ্যাঁ, দীর্ঘ ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২।’ এরপর নিমরত উত্তর দেন, ‘অসাধারণ!’ এরপর থেকেই নিমরতের সঙ্গে অভিষেকের পরকীয়ার খবর ছড়ায়। এর পরের বছর, ২০২৩ সালে শোনা যায়, ঐশ্বরিয়া নাকি অভিষেকের বাড়ি ছেড়ে বেরিয়ে যান। বছরদুয়েক টানা তাদের বিবাহবিচ্ছেদের খবর রটে। যদিও সেই জল্পনায় জল ঢেলেছেন অভিষেক।স্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে সবকিছু ঠিক আছে বলেই আভাস দিয়েছিলেন নায়ক।জানিয়েছেন, স্ত্রীর কথামতো কোনো নেতিবাচক মন্তব্যে কান দেন না তিনি।এরমধ্যেই আবার সেই নিমরতের ‘সঙ্গেই’ পর্দায় আসছেন অভিষেক! অভিষেক বচ্চন অভিনীত ‘কালীধর লাপাতা’ সিনেমাটি আগামী ৪ জুলাই জি ফাইভে মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে অভিষেকের সঙ্গে দেখা যাবে নিমরতকেও। যদিও অভিনেত্রীকে এখানে দেখা যাবে ক্যামিও চরিত্রে।অভিষেক জানিয়েছেন, এই ছবিতে নিমরতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত।