বন্যায় সবচেয়ে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের কের কাউন্টি। সেখানে প্রাণ হারিয়েছেন ৪৩ জন। গুয়াদালুপে নদীর তীরে অবস্থিত একটি খ্রিস্টান শিশু-ক্যাম্প থেকে নিখোঁজ রয়েছে আরও ২৭ জন শিশু।কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা বলেন, ‘যতক্ষণ না প্রত্যেক নিখোঁজকে খুঁজে পাওয়া যাচ্ছে, ততক্ষণ আমাদের উদ্ধার অভিযান থামবে না।টেক্সাসের ট্র্যাভিস কাউন্টি ও টম গ্রিন কাউন্টি থেকেও প্রাণহানির খবর পাওয়া গেছে।রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট এক সংবাদ সম্মেলনে জানান, পরিস্থিতি মোকাবিলায় তিনি একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। একই সঙ্গে নিখোঁজদের সন্ধানে অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কেন্দ্রীয় সরকার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জরুরি সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।