ফেদেরার গ্যালারিতে থাকলেই কি যেন হয় জোকোভিচের। ম্যাচ হেরে যান তিনি।এবার সেই খরা কাটায় ‘মজা’ করতে ছাড়লেন না সার্বিয়ান তারকা। তিনি জানান, এবার কুফাটা কেটে গেছে। শেষ ষোলোর ম্যাচে প্রত্যাবর্তনের দুর্দান্ত এক গল্প লেখার পর এমনটিই জানিয়েছেন তিনি।‘দশর্ক’ ফেদেরারকে নিয়ে হাসিমুখে জোকোভিচ বলেছেন, ‘সম্ভবত, এটাই প্রথম সে আমার খেলা গ্যালারিতে বসে দেখল এবং আমি জয় পেলাম।এর আগে বেশ কবারই হেরেছি। তাই কুফাটা কাটাতে পেরে ভালো লাগছে। এখানে তাকে দেখতে পারাটা দুর্দান্ত, একজন চ্যাম্পিয়ন এবং যাকে আমি অনেক সম্মান করি। একসঙ্গে বহু বছর কোর্ট শেয়ার করেছি।নিঃসন্দেহে, সবচেয়ে সফল এবং তার প্রিয় টুর্নামেন্টে তাকে দেখতে পেরে দারুণ লাগছে।’গতকালও জোকোভিচকে হার চোখ রাঙাচ্ছিল। কেননা প্রথম সেটে ডি মিনাউরের কাছে ৬-১ ব্যবধানে উড়ে গিয়েছিলেন তিনি। পরের তিন সেটে সমান ৪-৬ সেটে জিতে শেষ আটে জায়গা করে নিলেও, চতুর্থ সেটে ৪-১ ব্যবধানে পিছিয়ে ছিলেন ৩৮ বছর বয়সী তারকা। ৩ ঘণ্টা ১৮ মিনিটের জয়ে এখন ফেদেরারের রেকর্ড স্পর্শ করার আরো কাছে তিনি।আর তিন ম্যাচ জিতলেই ২০ গ্র্যান্ড স্লামজয়ীর পাশে বসবেন।উইম্বলডনে সর্বোচ্চ ৮ বার চ্যাম্পিয়ন হয়েছেন ফেদেরার। আর ৭ বার জিতে দ্বিতীয় সর্বোচ্চ জয়ের মালিক জোকোভিচ। কোয়ার্টারে তার প্রতিপক্ষ ইতালির ফ্লাভিও কোবোলি। বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামে চ্যাম্পিয়ন হতে পারলে ইতিহাস গড়বেন জোকোভিচ। নারী-পুরুষ মিলিয়ে সর্বোচ্চ ২৫ গ্র্যান্ড স্লাম জিতবেন। বর্তমানে কিংবদন্তি মার্গারেট কোর্টের সঙ্গে ২৪ গ্র্যান্ড স্লাম নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন তিনি।