টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়লেন আয়ারল্যান্ডের তারকা অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে পেশাদার ম্যাচে টানা পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।
ইন্টার-প্রভিন্সিয়াল টি-টোয়েন্টি ট্রফিতে মুনস্টার রেডসের হয়ে খেলতে নেমে ক্যাম্ফার এই কীর্তি গড়েন। প্রতিপক্ষ নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্স ১৮৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ভালোই এগোচ্ছিল।তবে ১২তম ওভার থেকে শুরু হওয়া ক্যাম্ফার ঝড়ে ৮৫ রানে ৫ উইকেট থেকে মাত্র ৮৮ রানেই গুটিয়ে যায় দলটি।১২তম ওভারের শেষ দুই বলে জ্যারেড উইলসন (বোল্ড) ও গ্রাহাম হিউম (এলবিডব্লিউ) ছিলেন ক্যাম্ফারের প্রথম দুই শিকার। এরপর ১৪তম ওভারে ফের বোলিংয়ে এসে হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি। আইরিশ সতীর্থ অ্যান্ডি ম্যাকব্রিনকে ডিপ মিড উইকেটে ক্যাচে পরিণত করার পর রবি মিলার (ক্যাচ) ও জশ উইলসনকে (বোল্ড) ফেরান।এতে টানা পাঁচ বলে পাঁচ উইকেটের অনন্য কীর্তি স্পর্শ করেন তিনি।২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি একবার টানা চার বলে চার উইকেট নিয়েছিলেন। এবার ইনজুরি কাটিয়ে ফেরার দ্বিতীয় ম্যাচেই আরো দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন ক্যাম্পার।উল্লেখ্য, নারী ক্রিকেটে এর আগে জিম্বাবুয়ের কেলিস এন্ডলোভু একটি ঘরোয়া অনূর্ধ্ব–১৯ ম্যাচে পাঁচ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন।তবে পেশাদার পুরুষ ক্রিকেটে এই নজির এই প্রথম।