জুলাই গণ-অভ্যুত্থান ছিল নতুন বাংলাদেশ গড়ার একটি স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।শুক্রবার (১১ জুলাই) রাতে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে পথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম আরো বলেন, মিল-কলকারখানা বন্ধ করে আওয়ামী লীগ খুলনা শিল্প নগরীর ঐতিহ্য ধ্বংস করেছিল।সুন্দরবন ধ্বংসের জন্য রামপালে বিদ্যুৎ কেন্দ্র করেছিল। এসবের বিরুদ্ধে আবারও সোচ্চার হতে হবে। শিল্প গড়তে হবে, সুন্দরবন রক্ষা করতে হবে। চাঁদাবাজির বিরুদ্ধে আবারও প্রস্তুতি নিতে হবে আন্দোলনের।আগামী ৩ আগস্ট ঢাকায় জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য খুলনাবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এর আগে সন্ধ্যায় যশোর থেকে সড়ক পথে পদযাত্রা সহকারে খুলনায় পৌঁছেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা। মাগরিবের পর শুরু হওয়া এ পথসভা শেষ হয় পৌনে ৯টায়। এ সময় এনসিপি নেতারা বক্তৃতা দেন। মঞ্চে জুলাই শহীদদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।‘পরিবর্তনের বার্তা নিয়ে খুলনায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা’ স্লোগানে অনুষ্ঠিত এ পথসভায় বক্তৃতা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, নাসির পাটোয়ারী, তাসনিম জারাসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। বক্তারা আগামী নির্বাচনে খুলনার ছয়টি আসনে জাতীয় এনসিপির পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে ঘোষণা দিয়ে বলেন, নির্বাচনে এনসিপির প্রার্থীদের বিজয়ী করে নতুন বাংলাদেশ গড়া হবে ইনশাআল্লাহ। মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান গড়তে হবে। কেননা মুজিববাদী সংবিধান রাতের ভোট বন্ধ করতে পারে না, বাকশাল রোধ করতে পারে না।