ইসরায়েলি বাহিনীর হামলায় গাজাজুড়ে অন্তত ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে। শনিবার দিনভর হামলায় এসব নিহতদের মধ্যে ৩৪ জন ছিলেন দক্ষিণ রাফাহতে যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)–এর সামনে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ।
আল জাজিরার খবরে বলা হয়, এই হত্যাকাণ্ডের সময় কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি থেমে যায় এবং গাজার সম্পূর্ণ জনসংখ্যাকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা আরো জোরালো হয়।রাফাহর আল-শাকুশ এলাকায় বেঁচে যাওয়া মানুষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সেনারা জিএইচএফ-এর একটি স্থানের সামনে অবস্থানরত মানুষের ওপর সরাসরি গুলি চালায়।জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো এই স্থানগুলোকে ‘মানব হত্যাকেন্দ্র’ ও ‘মৃত্যুকূপ’ বলে অভিহিত করেছে।আক্রমণ থেকে বেঁচে যাওয়া সামির শাআত বলেন, সেই জায়গায় রক্তের সাগর ছিল। যারা খাদ্যের ব্যাগ নিতে গিয়েছিল, সেই ব্যাগই আজ তাদের কাফনের কাপড় হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, এটি শুধু একটি মৃত্যুকূপ।তিনি আরো বলেন, একজন শহীদ বন্ধুকে কাঁধে করে নিয়ে হাঁটছিলাম আমি। চারপাশে শুধু লাশ আর লাশ।আরেক প্রত্যক্ষদর্শী মোহাম্মদ বারবাখ নামে এক ফিলিস্তিনি জানান, ইসরায়েলি স্নাইপারদের গুলিতে মানুষজন নিহত হয়েছে।তিনি বলেন, তারা আমাদের প্রতারণা করে সাহায্য নিতে আসতে বলেছে।আমরা ব্যাগ নিয়ে গেলে, আমাদের হাঁস-মুরগির মতো গুলি করে মারল। এটা ছিল ঠাণ্ডা মাথার গণহত্যা।