মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।এ কারণে আজকের (২২ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে পূর্বঘোষিত অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।