নিশ্ছিদ্র শরীরচর্চা, নিয়মিত জীবনযাপন- তবুও এড়ানো গেল না বিপত্তি। ৭৫ বছর বয়সেও রোজ সাত ধরণের ব্যায়াম করেন পরিচালক রাকেশ রোশন। এত যত্নের পরও আচমকা শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হলো তাঁকে। কী সমস্যা হয়েছিল এ বর্ষীয়ান নির্মাতার?
গত ১৬ জুলাই আচমকাই অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।মেয়ে সুনয়না রোশন জানিয়েছেন, বাবার ঘাড়ে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করতে হয়েছে। প্রথমে আইসিইউতে রাখা হলেও ধীরে ধীরে অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। ছেলে হৃতিক রোশন ছুটে যান বাবাকে দেখতে। তবে স্বস্তির বিষয় এই যে, এখন সুস্থ আছেন রাকেশ রোশন।সুস্থ হয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক অবস্থা জানালেন রাকেশ। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘কোনও উপসর্গই ছিল না। হঠাৎ জানা গেল আমার ক্যারোটিড ধমনীগুলো ঠিকমতো রক্ত সরবরাহ করতে পারছে না। মস্তিষ্কের ৭৫ শতাংশের বেশি অংশে ব্লকেজ! একটুও দেরি না করে হাসপাতালে ভর্তি হয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিই।চিকিৎসকেরা জানিয়েছেন, সঠিক সময়ে হাসপাতালে না নিয়ে গেলে বড় বিপদ হতে পারত। ভাগ্য ভাল, সব ঠিকঠাকভাবে হওয়ায় এখন তিনি অনেকটাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।নিজের অভিজ্ঞতা শেয়ার করে রাকেশ অনুরাগীদের উদ্দেশে পরামর্শ দিয়েছেন, ‘৪৫-৫০ বছরের বেশি বয়সীদের সবারই একবার হার্ট সিটি ও ক্যারোটিড ব্রেন আর্টারি সোনোগ্রাফি করানো উচিত।’ পাশাপাশি আশ্বাস দিয়েছেন, খুব শিগগিরই আবার ফিরবেন তাঁর প্রিয় ওয়ার্কআউটে। তাঁর কথায়, ‘আশা করি, আমার অভিজ্ঞতা অন্যদেরও সতর্ক হতে শিখাবে।বিশেষ করে মস্তিষ্ক আর হৃদ্যন্ত্রের যত্ন নিতে ভুলবেন না!