ডেপুটি রেজিস্ট্রার বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে নতুন নিয়োগপ্রাপ্ত ভিসি কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন। তারপর বিভিন্ন দপ্তরের খোঁজ-খবর নেন তিনি।শনিবার থেকে নিয়মিত অফিস করবেন।কুয়েটের নতুন ভিসি অধ্যাপক ড. মাকসুদ হেলালীপ্রসঙ্গত, চলতি বছরের ২৪ জুলাই বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মাকসুদ হেলালীকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুয়েট আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।এর আগে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।এরই জেরে ২৬ এপ্রিল কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দেয় সরকার। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ দেওয়া হলেও ২২ দিনের মাথায় ২২ মে তিনি পদত্যাগ করেন তিনি। সব মিলিয়ে দুমাস তিনদিন ভিসি ছাড়া এবং পাঁচ মাস সাতদিনের অচলাবস্থার পর নতুন ভিসি দায়িত্ব নিলেন।