সারা দেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত ধর্ষণের ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও আলোচিত লাকিকে গ্রেপ্তারের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।বুধবার (১২ মার্চ) রাত ১০টার দিকে ইসলামী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মিছিল বের করা হয়। মিছিলটি দক্ষিণ তেমুহনী থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইন, সেক্রেটারি জহির উদ্দিন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ইউনুস খান ও সাধারণ সম্পাদক তামজীদ হোসাইন প্রমুখ। ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ইউনুস খান বলেন, শাহবাগের আলোচিত লাকি কীভাবে সাহস পায় রাস্তায় নামার। এই লাকি কি জানে না, ভারতের তাবেদারী বাংলাদেশে আর চলবে না। এই লাকি কি জানে না শেখ হাসিনার ক্ষমতা শেষ হয়ে গেছে বাংলাদেশ থেকে। সে কেন রাস্তায় নামল? যে ঘটনাগুলো এখন ঘটছে দেশের মানুষের জন্য তা গ্রহণযোগ্য নয়। ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি জহির উদ্দিন বলেন, ধর্ষণ হচ্ছে আমার ছোট ছোট মামুনিরা। পরিকল্পিতভাবে ধর্ষণ করে দেশের পরিবেশকে নষ্ট করতে চায়, বিশ্বের সামনে যারা দেশকে খারাপভাবে উপস্থাপন করতে চায়, তাদের বিচার জনসম্মুখে করতে হয়।