যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির ২২১ জন সংসদ সদস্য (এমপি)। এতে রয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির একাধিক সদস্যও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগ মধ্যপ্রাচ্য ইস্যুতে স্টারমারের ওপর রাজনৈতিক চাপ আরো বাড়িয়েছে।
এক যৌথ চিঠিতে বৃহস্পতিবার নয়টি ভিন্ন রাজনৈতিক দলের এমপিরা স্টারমারকে আহ্বান জানান, আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সম্মেলনের আগেই যেন ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় যুক্তরাজ্য।জাতিসংঘের উদ্যোগে ২৮ ও ২৯ জুলাই অনুষ্ঠেয় ওই সম্মেলনে সহ-সভাপতির দায়িত্বে থাকছে ফ্রান্স ও সৌদি আরব।চিঠিতে বলা হয়, ‘যুক্তরাজ্যের একার পক্ষে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব না হলেও, ব্রিটিশ স্বীকৃতি বিশ্ববাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে।’ এমপিরা মনে করেন, এতে মধ্যপ্রাচ্যে ন্যায়ভিত্তিক ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাজ্যের অবস্থান পরিষ্কার হবে।চিঠিতে যুক্তরাজ্যের ঐতিহাসিক ভূমিকাও তুলে ধরা হয়।বলা হয়, ১৯১৭ সালের ‘বেলফোর ঘোষণা’র মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র গঠনে ভূমিকা রেখেছিল ব্রিটেন। এখন সময় এসেছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে সেই ঐতিহাসিক ভারসাম্য ফিরিয়ে আনার।যৌথ চিঠিতে লেবার পার্টি ছাড়াও কনজারভেটিভ, লিবারেল ডেমোক্র্যাট, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি), ওয়েলসের প্লাইড কামরিসসহ বিভিন্ন দলের এমপিরা স্বাক্ষর করেছেন। এমপিরা এটিও মনে করেন, ব্রিটেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে এই সিদ্ধান্তের মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে।এদিকে, স্টারমার সরকার এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদের ভেতরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির দাবিতে ক্রমবর্ধমান চাপ লেবার সরকারের পররাষ্ট্রনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।