সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না— জানতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। সোমবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এই প্রশ্ন করেন।
পোস্টে তিনি লেখেন, ‘হত্যা মামলার আসামি লীগের এমপি শাম্মীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এর খুঁটির জোর কোথায়? চাঁদাবাজির জন্য গ্রেপ্তারকে সাধুবাদ। হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার না করায় নিন্দাবাদ।উল্লেখ্য, শাম্মী আহমেদ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজীরহাট) আসন থেকে আওয়ামী লীম মনোনীত প্রার্থী ছিলেন। তবে দৈত্ব নাগরিকতার কারণে তার মনোনয়ন বাতিল হয়। পরবর্তীতে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন এবং দ্বাদশ জাতীয় সংসদের প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন। তিনি ২০১৭ সাল থেকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।গত শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এমপি শাম্মীর বাসায় `সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার সঙ্গে আরো অনেকে থাকতে পারে। তাদের সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি চাঁদার ভাগ ঊর্ধ্বতনদের পকেটে যায় কি না, তার তদন্ত শুরু করেছে পুলিশ।এদিকে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ চার নেতার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রিমান্ডে নেওয়া অন্যরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।