মাদারীপুরের শিবচরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সদস্য ও শিবচর টেকনিক্যাল কলেজের ছাত্র নিরব মৃধার ওপর অতর্কিত হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। গতকাল রবিবার (১০ আগস্ট) রাতে শিবচর উপজেলা দ্বিতীয়খণ্ড ইউনিয়ন কাজীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ফেসবুক প্রোফাইলে ঢাবি প্রক্টরের ছবি ব্যবহার, থানায় জিডিস্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শিবচর বাজার থেকে ভ্যানযোগে বাড়ির উদ্দেশে রওনা হয় নিরব। এ সময় কাজীকান্দি এলাকায় এলে ভ্যানের গতিরোধ করে নিরবের ওপর লাঠি ও বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য সিয়াম তালুকদারসহ প্রায় ২০ থেকে ২৫ জন।