তাঁর চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন, হাতে ছিল শূন্য থেকে গড়ে তোলার শিল্পমন্ত্র। বাংলাদেশের ভাস্কর্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ অধ্যাপক হামিদুজ্জামান খান প্রয়াত হয়েছেন গত ২০ জুলাই। মাস ঘুরে তাঁর সৃষ্টির ঘনিষ্ঠতম স্থানেই আয়োজিত হলো এক হৃদয়গ্রাহী স্মরণসভা।
বুধবার গাজীপুরের সামিট ৪৬৪ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র প্রাঙ্গণে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম ও বৃহত্তম ভাস্কর্য পার্ক ‘হামিদুজ্জামান ভাস্কর্য পার্কে’ এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রিয় মানুষের স্মৃতিচারণে যেন প্রাণ ফিরে পেলেন তাঁর সহধর্মিণী শিল্পী আইভি জামান। পার্কের মাঝে দাঁড়িয়ে তিনি বলেন, ‘অধ্যাপক হামিদুজ্জামানের শিল্প ছিল শ্রমের আরাধনা। দেশের একজন প্রধান ভাস্কর হিসেবে উঠে আসতে তাঁকে যে সাধনা করতে হয়েছে, তার প্রতিটি পদক্ষেপ আমি কাছ থেকে দেখেছি।’স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন তাঁর সহকর্মী, শিক্ষার্থী ও দেশের খ্যাতনামা শিল্প-সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্বরা। শুরুতেই সুবিশাল পার্ক ঘুরে দেখানো হয় অতিথিদের। শিল্পী আইভি জামান নিজ হাতে তাদের পরিচয় করিয়ে দেন অসামান্য শিল্পকর্মগুলোর সঙ্গে, যা কখনও ধাতব ভাষায়, কখনো বিমূর্ত বিন্যাসে ধারণ করেছে মুক্তিযুদ্ধ, মানবতা ও বাংলার মুক্ত বিহঙ্গকে।