বুন্দেসলিগার ম্যাচে অস্বস্তিকর এক ঘটনার জন্ম দিলেন রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম ও বরুশিয়া ডর্টমুন্ডের জোব বেলিংহামের বাবা মার্ক বেলিংহাম। ছেলেকে বদলি করায় ডর্টমুন্ডের স্পোর্টিং ডিরেক্টর সেবাস্তিয়ান কেলের সঙ্গে টানেলে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।
মার্ক বেলিংহাম শুধু জুড ও জোবের বাবা নন, একই সঙ্গে দুজনের এজেন্ট হিসেবেও কাজ করেন। জার্মান সংবাদমাধ্যম বিল্ড ও স্কাই জার্মানি জানিয়েছে, শনিবার সেন্ট পলির বিপক্ষে ম্যাচ শেষে টানেলে দাঁড়িয়ে ছিলেন তিনি।জোবকে প্রথমার্ধেই বদলি করে নেওয়ার কারণে এসময় কেলের সঙ্গে তর্কে জড়ান।ঘটনার পর কেল অবশ্য সরাসরি ‘সংঘর্ষ’-এর কথা স্বীকার করেননি। তবে বিল্ড-কে তিনি বলেছেন, ‘আমরা সবাই ফলাফল নিয়ে হতাশ। কিন্তু খেলার সক্রিয় এলাকা শুধু খেলোয়াড়, কোচিং স্টাফ ও ব্যবস্থাপনার জন্য।পরিবার বা এজেন্টদের জন্য নয়। আমরা সবাইকে স্পষ্ট জানিয়েছি, এমন ঘটনা আর ঘটতে দেওয়া হবে না।’এই ঘটনার পর ডর্টমুন্ড কর্তৃপক্ষও কড়া অবস্থান নিয়েছে। তারা জানিয়ে দিয়েছে, ড্রেসিংরুম বা টানেল এলাকায় খেলোয়াড়দের পরিবার ও এজেন্টদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।মৌসুমের প্রথম ম্যাচেই সেন্ট পলির বিপক্ষে হোঁচট খেয়েছে ডর্টমুন্ড। শেষ পাঁচ মিনিটে ৩-১ গোলের লিড হাতছাড়া করে ৩-৩ ড্র করেছে দলটি। ফিলিপো মানের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়ার পরই আসে প্রতিপক্ষের দুই গোল।