মায়ানমারের রাখাইনে নিজেদের হেফাজতে থাকা রোহিঙ্গাসহ ২৬ জেলেকে ফেরত দিয়েছে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। ফেরত আসা জেলেদের মধ্যে পাঁচজন বাংলাদেশি ও ২১ জন রোহিঙ্গা। গত ফেব্রুয়ারি মাসের বিভিন্ন সময়ে শাহপরীর দ্বীপ ঘাট ও টেকনাফ খাল থেকে নাফ নদে ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মায়ানমার সীমানায় আটক হন তারা।
শনিবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে বিজিবির স্পিড বোটে ২৬ জেলে টেকনাফ-মায়ানমার ট্রানজিট জেটিতে পৌঁছান।
এর আগে নাফ নদের শূন্যরেখায় জেলেদের গ্রহণ করে বিজিবি।টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, সাগরে মাছ শিকারের সময় আরাকান আর্মি মায়ানমার জলসীমা অতিক্রম করার অভিযোগে ইঞ্জিনচালিত নৌকাসহ ২৬ জেলেকে আটক করেছিল। পরবর্তী সময়ে বাংলাদেশি জেলেদের ফেরত আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে আরাকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করে বিজিবি। ধারাবাহিক যোগাযোগের এক পর্যায়ে জেলেদের ফেরত দিতে সম্মত হয় আরাকান আর্মি।
শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান বলেন, জেলেদের মাছ ধরার সময় মায়ানমার জলসীমা অতিক্রম না করার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া থাকে। এর পরও অনেক সময় অসতর্কতায় বা স্রোতের টানে মাছ ধরার নৌকাগুলো মায়ানমার জলসীমা অতিক্রম করে ফেলে। জেলেদের আরো বেশি সচেতন করা হবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..