টাকা তোলার অজুহাতে ব্যাংকে প্রবেশ করে ভেতরে লুকিয়ে থাকেন এক যুবক। ব্যাংক বন্ধ হলে বৈদ্যুতিক কাটারসহ নানা যন্ত্র দিয়ে চলে ভল্ট কাটার চেষ্টা। কিন্তু দীর্ঘ সময় ধরে চেষ্টা করেও ভল্ট খুলতে না পারায় আটকা পড়েন ওই যুবক। একপর্যায়ে বাইরে বের হতে নিজেই ফোনে কল দেন ব্যবস্থাপককে।পরে ব্যাংকের লোকজন ও স্থানীয়রা এসে হাতেনাতে আটক করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গতকাল বুধবার (২৭ আগস্ট) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায়। আটক যুবকের নাম শহিদুল হক (২৮)। তিনি ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার শুকুরু মোহাম্মদের ছেলে।তিনি সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় তেঁতুলিয়া থানায় তার বিরুদ্ধে মামলা করেছেন ওই ব্যাংকের ব্যবস্থাপক নূরুজ্জামান।ব্যবস্থাপক বলেন, বিকেলে ওই যুবক (শহিদুল) ব্যাংকে এসে ১৫০০ টাকা তোলেন। রাতে তিনি নিজেই আমাকে ফোন করে আটকা পড়ার কথা বলেন।ব্যাংক খুলে তাকে চুরির বিভিন্ন সরঞ্জামসহ পাওয়া যায়। তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আমরা মামলা করেছি।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সম্প্রতি শহিদুল ক্যাসিনোতে আসক্ত হয়ে অনেক টাকা হারিয়েছেন। তাই হয়তো ভুল পথে পা বাড়িয়েছেন।শহিদুলের বড় ভাই তফিজুল ইসলাম বলেন, ‘২০১৯ সালে সৈনিক পদে সেনাবাহিনীতে যোগদান করে আমার ভাই। সে সৈয়দপুরে কর্মরত ছিল। দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছে। সবাই তাকে ভালো ছেলে হিসেবেই জানে। ধারণা করছি, সে কোনোভাবে ষড়যন্ত্রের শিকার হয়েছে। আমার ভাই কখনো এমন কাজ করতে পারে না।’তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘ব্যাংকে কার্যক্রম চলাকালে ওই যুবক টাকা তোলার অজুহাতে ভেতরে প্রবেশ করে লুকিয়ে ছিলেন। পরে সুযোগ বুঝে টাকা চুরির চেষ্টা করেন। তার কাছে চুরির বিভিন্ন যন্ত্রপাতিও পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এ ক্যাটাগরির আরো নিউজ..