ব্র্যাকের এসোসিয়েট ডিরেক্টর শরিফুল হাসান বলেন, ‘আপনারা অনেকেই হয়তো জানেন না মাঝে মধ্যেই বিদেশ থেকে আসা মানসিক ভারসাম্যহীন এমন লোকদের সন্ধান আমরা পাই, যাদের কাছে পাসপোর্ট থাকে না। শুধুমাত্র একটা ট্রাভেল পাস নিয়ে তারা ফেরত আসেন। মানসিকভাবে সুস্থ না থাকায় অনেক সময় তারা সেই ট্রাভেল পাসটাও হারিয়ে ফেলেন। ফলে তাদের স্বজনদের খুঁজে পাওয়া কঠিন হয়।এজন্য আমরা এয়ারপোর্টে এই প্রবাসীদের সহায়তায় একটা কাঠামো করার অনুরোধ করেছি।’তিনি আরো বলেন, লক্ষ্মীপুরের সুমন ভাইয়ের মতো আরো ১৪৮ জন মানসিক ভারসাম্য হারিয়ে বিদেশ থেকে ফেরত আসা অভিবাসীকে তাদের স্বজনদের কাছে পৌঁছে দিয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। বিমানবন্দরের বিদেশ-ফেরতদের জরুরি সহায়তা দিতে গত আট বছর ধরে কাজ করছে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার। সিভিল এভিয়েশন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ ডেস্ক, এপিবিএনসহ সবার সহযোগিতায় গত আট বছরে ৩৭ হাজারেরও বেশি মানুষকে নানা ধরনের সহযোগিতা করা হয়েছে।শুধু ২০২৪ সালেই ৪০ জন প্রবাসীকে বিশ্বের নানা দেশ থেকে উদ্ধার করা হয়েছে। ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার ও মানবপাচার বিরোধী লড়াইয়ে ভূমিকা রেখে যুক্তরাষ্ট্রের টিআইপি হিরো-২০২৪ পুরস্কারে ভূষিত আল-আমিন নয়ন ও মালয়েশিয়া থেকে ফেরত আসা রায়হান কবিরসহ একটি টিম এই কাজে যুক্ত আছেন। প্রবাসে বা বিদেশ থেকে ফিরে সংকটে আছেন এমন যে কেউ বা তাদের পরিবারের সদস্যরা ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে সহায়তার জন্যে যোগাযোগ করতে পারেন।উল্লেখ্য, মঙ্গলবার (২৬ আগস্ট) ওমান থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ব্র্যাকের সহযোগিতায় দেশে ফেরেন সুমন। ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফেরত আনা হয় তাকে।