শুক্রবার (২২ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দলের শীর্ষ নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা পার্টির অগ্রযাত্রা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং রাজনৈতিক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।পার্টির সদস্যসচিব ফাতিমা তাসনিম বলেন, বাংলাদেশ আমজনগণ পার্টি জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাবে।পার্টির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন পার্টির ৯ দফা ও ইশতেহার বর্ণনা করেন। কেন্দ্রীয় সদস্যদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠান শেষ হয়।