লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা
জুলাই মাসজুড়ে সংঘটিত গণহত্যার বিচার
রাজনৈতিক সংস্কার
জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পুনর্বাসন
জুলাই সনদ বাস্তবায়ন
সংবিধানে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির অন্তর্ভুক্তি
প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ
সমাবেশ সফল করতে এক হাজারের বেশি স্বেচ্ছাসেবক ও কর্মী দায়িত্ব পালন করবেন। মঞ্চ নির্মাণ, শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা, চিকিৎসা, পানীয় জল, অজু ও নামাজের ব্যবস্থা, অস্থায়ী শৌচাগার, এলইডি স্ক্রিনসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চলছে প্রচার কার্যক্রম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৎপরতা বাড়ানো হয়েছে।
বিরোধী দলগুলোকে আমন্ত্রণ
জামায়াত সমাবেশটিকে ‘ফ্যাসিবাদবিরোধী সব গণতান্ত্রিক শক্তির মিলনমেলায়’ রূপ দিতে চায়।এ লক্ষ্যে বিএনপিসহ অন্যান্য বিরোধী দল ও সংগঠনকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দলটির মিডিয়া প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, ‘আমরা চাই এই সমাবেশ একটি ঐক্যের বার্তা দিক।’সমাবেশস্থল পরিদর্শন শেষে মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, আমরা নির্বাচনের সময় পেছানোর পক্ষে নই। চাই সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন। তিনি বলেন, দেশে এখনো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ অনুপস্থিত এবং এই অবস্থায় গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।তিনি আরো বলেন, আমরা কখনোই নির্বাচন পেছানোর কথা বলিনি। তবে এমন একটি নির্বাচন চাই, যেখানে প্রশাসন নিরপেক্ষ থাকবে, কোনো ইঞ্জিনিয়ারিং হবে না, কেন্দ্র দখল হবে না।উল্লেখ্য, গত ২৮ জুন ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামায়াতের পাঁচ নেতা অংশ নিলেও সেখানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি। জামায়াতের নেতারা মনে করছেন, সেটি ছিল একটি কৌশলগত ভুল, যা এইবার তারা এড়িয়ে যেতে চায়।দলীয় নেতাদের আশা, এই সমাবেশের মাধ্যমে জামায়াত রাজনৈতিক অঙ্গনে তাদের পুনঃউপস্থিতি জোরালোভাবে জানান দিতে পারবে এবং আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে একটি শক্তিশালী অবস্থান নিতে পারবে।